সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।
জানাজার পর তাকে শহরের মালশাপাড়া পৌর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জা আব্দুল জব্বার বাবু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।