দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
সকালে দুশ্চিন্তার খবর পায় দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়।
সোমবার ডিপিএলের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। টস করার পর ফিল্ডিংয়ে নামতে পারেননি, অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হয়েছে। কার্ডিওলজিস্ট ডা. মারুফের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়, যা খুবই সফল হয়েছে বলে তিনি জানান।
সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। যা ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর।
এদিকে, তামিমের অসুস্থতার খবর পেয়ে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়। বিসিবির কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসও তার খোঁজ নিয়েছেন এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বর্তমানে তামিম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।