১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে নিহতের কুপিয়ে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। রবিবার (২৩মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেতে লুকিয়ে থাকা ওই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। তিনি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি আরও জানান শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন।

এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান এ ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে তদন্ত কাজ শুরু করেন। ঘটনায় জড়িত ঘাতক আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। মামলাটি এখনও তদন্তাধীন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালায় ইসলামী আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার পরিচিতি সভাও শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টায়

রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় আবুল হোসেন খান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ “যারা ভুয়া আইডি থেকে পোষ্ট দেয় তারা ভুয়া বাবার সন্তান” রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধরপুরের

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক

সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও

Scroll to Top