৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে : মির্জা ফখরুল

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

অত্যন্ত সুচতুরভাবে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্ত বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা, বাংলাদেশকে আবারও বিপদে নিমজ্জিত করবার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রতিষ্ঠান, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, এটার পেছনে উদ্দেশ্য একটাই। অতীতে যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা চলছে।

সাংবাদিক বন্ধুরা আপনারা সবসময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে দাঁড়িয়েছেন, বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক সংবাদ দিয়েছেন। আপনারা সেই একই ভূমিকা পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ৫ আগস্টের আগের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে-বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত দুইদিনের ঘটনা যদি আমরা দেখি, বহু কিছু বেরিয়ে আসবে, বিষয়টা এতো সহজ না।

তিনি বলেন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন, আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। আমি নির্বাচনের কথা বলেছিলাম। আমরা কথা বলার সাত দিন পরে গতকাল-পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কম-বেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম, আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর প্রেক্ষিতে আমার জ্ঞাতি-গোষ্ঠী তুলে গালি-গালাজ করেছে। যারা বলেন, এই দেশটা বাপের না। তাদেরকে আমি বলতে চাই, এই দেশটা আমাদের সকলের। এই দেশের জন্য যুদ্ধ করেছি, প্রয়োজনে আমরা লড়ে যাবো।

ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার

অবাধ-সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিদায় নিলে,ড.ইউনুস সাহেবকে ফুলের মালা দিয়ে বিদায় দিব :অ্যাডভোকেট আহমেদ আযম খান

মনির হোসেন, সখিপুর প্রতিনিধি : আজ ৪ এপ্রিল রোজ শুক্রবার কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুতুবপুর ক্রিকেট টুর্নামেন্টের এক বিরাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিতর্কিত ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে ভারত: হেফাজতে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ভেলুমিয়ায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা: আহত ২০

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা প্রতিনিধিঃ ভোলায় বিএনপি নেতা জামাল হাওলাদারের হত্যার প্রতিবাদ সভায় হামলা করে অত্যান্ত ২০ জনকে আহত করার অভিযোগ উঠেছে৷ এদের মধ্যে দুইজনকে

Scroll to Top