মোহাম্মদ রকিবুল হক (শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান গত কাল ২৪এ মার্চ রোজ সোমবার হৃদরোগে আক্রান্ত হয় এবং তাকে১টি রিং লাগানো হয়।এতে তিনি অলৌকিক ভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
তার অসুস্থতায় বাংলাদেশের জাতীয় দলের সকল খেলোয়াড়দের আবেগঘন স্ট্যাটাস দেখা যায়। রিয়াদ,মুশফিক,মিরাজ সহ আরো অনেকেই হাসপাতালে তাকে দেখতে যায়।ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তা খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌছান তামিমের খোজ নিতে।
অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভিডিও বার্তায় ভিডিও কলের মাধ্যমে বিকালে তামিমের সুস্থতা কামনা করে এবং তার ধারাবাহিকতায় তিনি তার ফেসবুকে ভেরিফাইড পেইজ থেকে দেশের জনগনের কাছে দোয়া কামনা করে এক আবেগঘন পোস্ট দেয়। পোস্টে তিনি বলেন,”আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।
তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!