ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউমান রাইটস সোসাইটির উদ্যোগে পথশিশুদের জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।
এসময় উপহার হিসেবে ছেলেদের জন্য পাঞ্জাবি-পায়জামা, মেয়েদের জন্য জামা-পায়জামা বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনটির দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান কায়েস বলেন, “কথা দিয়েছিলাম ঈদের আগে পথশিশুদের নতুন জামা দিবো। আলহামদুলিল্লাহ, আমরা জবি হিউমান রাইটস সোসাইটি তা করতে পেরেছি।
গতকাল রাত পর্যন্ত অনেক চিন্তিত ছিলাম এই ভেবে যে, প্রায় ৩০ জন এর নতুন জামা-কাপড় কেনার টাকা কোথায় পাবো! কারণ ইফতার প্রোগ্রাম করার পর যা ছিল,তা দিয়ে সর্বোচ্চ ৩/৪ জন কে নতুন জামা দেওয়া সম্ভব ছিল। এরপর কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে যোগাযোগ করেছিলাম আমরা। উনারা সাহায্য করতে এগিয়ে আসার কারণেই আমরা এই পথশিশুদের নতুন জামা দিতে পেরেছি। নতুন জামা পেয়ে তারা অনেক খুশি। আমরা তাদের মুখে এই আনন্দটা দেখতে চেয়েছিলাম।”
তিনি আরো জানান, “আমাদের কাছে এই পথশিশুদের অভিভাবকগণ ও কিছু বৃদ্ধ মহিলা একটা করে নতুন কাপড় চেয়েছিলেন, আমরা এবারের মতো দিতে পারিনি।তবে কথা দিয়েছি পরেরবার উনাদের জন্য কিছু করবো ইনশাআল্লাহ।”