নিজস্ব প্রতিবেদকঃ
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমাকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে অভিযোগ গঠনের জন্য এদিন ধার্য ছিল। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের অব্যাহতির আবেদন করেন, অন্যদিকে দুদক অভিযোগ গঠনের পক্ষে শুনানি করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত অভিযোগ গঠনের উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতি দেন।
মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে সম্পদের হিসাব চেয়ে শামীম ইস্কান্দারকে নোটিশ পাঠায় দুদক। তবে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ২০০৮ সালে রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
এ মামলার অব্যাহতির আদেশের পর আইনজীবীরা জানিয়েছেন, শামীম ইস্কান্দার ও তার স্ত্রী এখন এ মামলার দায় থেকে মুক্ত।