৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে দেশে চলমান রাজনৈতিক অবস্থা এবং নীলফামারী জেলার বিএনপি বর্তমান ভূমিকা ও করনীয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মীসভা অনুষ্ঠিত হয়।সোমবার (২৪ মার্চ) জেলা বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং নীলফামারী জেলার রাজনৈতিক পরিস্থিতির আলোকে শহরের স্কাই ভিউ হোটেলের হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ। সাধারন সম্পাদক জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আ. খ. ম আলমগীর সরকার। সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু বক্তৃতা দেন।

সভায় বক্তারা বলেন,“বিএনপি জনগণের মুক্তি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে শত বাধা-বিপত্তি সত্ত্বেও বিএনপি কখনোই আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয় নি। এখন ফ্যাসিস্টের বিদায় হয়েছে । তাই আমাদের আরও একত্রিত হয়ে কাজ করে আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি ও কার্যক্রমকে আরও সুসংহত করার আহ্বান জানানো হয় সভায়।”

যৌথ সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সাধারন সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সহ-সভাপতি আতিকুর রহমান নিশান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কাজল মিয়াকে লক্ষ করে আবারও গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার

অবাধ-সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিদায় নিলে,ড.ইউনুস সাহেবকে ফুলের মালা দিয়ে বিদায় দিব :অ্যাডভোকেট আহমেদ আযম খান

মনির হোসেন, সখিপুর প্রতিনিধি : আজ ৪ এপ্রিল রোজ শুক্রবার কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুতুবপুর ক্রিকেট টুর্নামেন্টের এক বিরাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিতর্কিত ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে ভারত: হেফাজতে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ভেলুমিয়ায় বিএনপি নেতা হত্যার প্রতিবাদ সভায় হামলা: আহত ২০

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা প্রতিনিধিঃ ভোলায় বিএনপি নেতা জামাল হাওলাদারের হত্যার প্রতিবাদ সভায় হামলা করে অত্যান্ত ২০ জনকে আহত করার অভিযোগ উঠেছে৷ এদের মধ্যে দুইজনকে

Scroll to Top