ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
এতিমখানার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের জন্য সেহরির আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে যাত্রাবাড়ির কোনাপাড়ায় মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা এবং হাফেজি মাদ্রাসায় সেহরির আয়োজনটি করা হয়।
এই প্রসঙ্গে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,”শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দৃষ্টিহীন হাফেজদের নিয়ে সাহরী ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।”