ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২৬ মার্চ) জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রদল, জবি শাখার নেতাকর্মীবৃন্দ।
এই সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জবি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে।
জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেন। তার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্ত করার প্রয়াসে লিপ্ত হয় এদেশের স্বাধীনতাকামী সাহসী জনগণ।”
জবি ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ জিয়ার আহ্বানেই সারাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা শুধু মাত্র শহীদ জিয়ার জন্যই সম্ভব হয়েছিলো।”