কাজী রিয়াজুল ইসলাম, তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে এবং সহযোদ্ধা কর্পোরাল মোঃ মিজানুর রহমান বিশ্বাস (অবঃ)-এর পিতার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবাল হোসেন (অবঃ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ হামিদুর রহমান (অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আব্দুল জলিল (অবঃ)। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম (অবঃ), সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মাইনুল ইসলাম (অবঃ), কোষাধক্ষ্য সার্জেন্ট মোঃ কামরুল ইসলাম (অবঃ) এবং প্রচার সম্পাদক সার্জেন্ট কাজী রিয়াজুল ইসলাম (অবঃ)।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব হাজী মাওলানা মোহাম্মদ তৌহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা একাত্তরের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।