৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ উপহার পেল শতাধিক পরিবার

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় দেড় শতাধিক অসহায় মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধীনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।

এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ শেষে সেনা জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত

নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে মিয়ানমার সরকার সম্মত হয়েছে। দেশটি বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক

মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রথম তালিকা ঘোষণা, ১৮০,০০০ রোহিঙ্গা ফেরত যাবে প্রথম ধাপে

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঢাকা, ৪ এপ্রিল ২০২৫: মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, তারা বাংলাদেশে আশ্রিত ৮,০০,০০০ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত

ওয়াকফ বিল চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ সম্প্রতি ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫ নিয়ে দেশটিতে তোলপাড় চলছে। এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠছে। এবার

বিতর্কিত ওয়াকফ বিল পাসের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাচ্ছে ভারত: হেফাজতে ইসলাম বাংলাদেশ

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশটি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

Scroll to Top