সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি:
সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে মোহনগঞ্জ রেল স্টেশনে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ ও প্রতীকী রেল অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক -শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯২৭ সাল থেকে এই রুটে লোকাল ট্রেনটি চালু ছিল। কিন্ত হঠাৎ করেই গত বছরের ৪ ডিসেম্বর থেকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি রেল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। ফলে চার মাস ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্চে এই রুটের যাত্রীদের। কারণ হিসেবে তারা বলছেন ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট।
মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মো. আল হেলাল তালুকদার বলেন, ঈদ যাত্রাকে সহজতর করার জন্য সরকার ঈদের সময় ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেয়। অথবা ট্রেনে বগির সংখ্যা বাড়িয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদ যাত্রা কঠিন করার জন্য,রেলের একটি অংশ এই ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের লোকাল ট্রেনটি বন্ধ রেখেছে। ঈদে ঘর মুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই ট্রেনটি ঈদের আগেই যেন চালু করা হয় আমরা এই দাবি জানাচ্ছি।
এছাড়াও মানববন্ধন ও রেল অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আল মুজাহিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির এটিএম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারি কামরুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদল সভাপতি জামিউল ইসলাম রাকিব, পৌর বিএনপির নেতা খালেদ হাসান তুহিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. ফারাবি রায়হানসহ আরো অনেকে।