দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে অনেক নেতাকর্মী মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন, যা দেশবাসীকে হতাশ করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাস পার হলেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করা হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি, সরকার মানবিক বিবেচনায় ঈদের আগেই তার মুক্তি নিশ্চিত করবে, যাতে তিনি পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন।”
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে দলটি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।