৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবি আমিরের

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

 

ঢাকা: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন এটিএম আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে অনেক নেতাকর্মী মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন, যা দেশবাসীকে হতাশ করেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আট মাস পার হলেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করা হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি, সরকার মানবিক বিবেচনায় ঈদের আগেই তার মুক্তি নিশ্চিত করবে, যাতে তিনি পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাতে পারেন।”

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে দলটি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড.

মিয়ানমারে ভূমিকম্প কবলিতদের জন্য বাংলাদেশ থেকে উদ্ধারকারী দল, চিকিৎসক ও ত্রাণ সামগ্রী প্রেরণ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সার্বিক মানবিক বিপর্যয় সৃষ্টি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিশেষভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে

ঈদের দিনে প্রিয় নেতার মাজার জিয়ারতে নেতাকর্মীদের আগমন

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি ঈদুল ফিতরের নামাজ শেষে নেতাকর্মীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম’র মাজারে

Scroll to Top