৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মান্দালয় অঞ্চলে কর্মরত উদ্ধারকারী দলের একজন সদস্য বিবিসি বার্মিজ সার্ভিসকে বলেছেন, ‘ক্ষয়ক্ষতি অনেক বেশি।’

তিনি বলেন, মৃত্যুর সংখ্যাও অনেক বেশি, আমরা এখন শুধু এটুকুই বলতে পারি। কারণ উদ্ধার অভিযান চলছে।

তার কথায়, হতাহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে এটি অন্তত শতাধিক।

এদিকে, শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে যে ভূমিকম্প সৃষ্টি হয়, তা প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এর প্রভাবে সেখানেও ক্ষয়ক্ষতির হিসাব ক্রমাগত বাড়ছে।

থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিন বলছে, নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসের ঘটনায় আগে যেখানে ৪৩ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, সেটি বেড়ে ৭০ জন হয়েছে।

তবে ধসের সময় ভবনটিতে প্রায় ৩২০ জন কর্মী ছিলেন এবং তাদের মধ্যে ২০ জনের মতো লিফটে আটকা পড়েন।

ওই ভবনের নিচে পড়ে মৃত্যুর সংখ্যা অস্পষ্ট। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাওয়ার কারণে ঘটনাস্থলে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে।

এর আগে, তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ২৫ জন এবং থাইল্যান্ডে একজন নিহত হয়েছেন। এছাড়া ব্যাংককে একটি বহুতল ভবন ধসে ৪৩ জন আটকা পড়েন বলে জানায় থাই পিবিএস।

পরিস্থিতি মোকাবিলায় ব্যাংককে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে থাই এনকোয়ারার।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসরাইলি হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় আরও ৭৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দৃষ্টিভঙ্গি: শক্তি প্রয়োগ নয়, বিচ্ছিন্নতার আহ্বান

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্র আগে থেকেই গ্রিনল্যান্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন, ‘দখল নেব

ইউক্রেনে সাময়িক শাসনব্যবস্থার প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে ভলোদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন এবং দেশটিতে ‘সাময়িক শাসনব্যবস্থা’ কায়েমের

Scroll to Top