মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুরের জামি’আ ইসলামিয়া সামেলা খাতুন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আজীবন সদস্যদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় মহিলা মাদ্রাসা মিলনায়তন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মীর সোহরাব হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ শাহে আলম খান মিন্টু, বন্দর ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম বিশ্বাস, মাওলানা মোঃ আব্দুল আজিজ হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের কে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে পুরস্কার বিতরণ করা হয়j
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও সভাপতি মীর সোহরাব হোসেন বলেন, বরিশাল জেলার মধ্যে উপজেলা শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে মহিলাদেরকে এলেম শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠানটি ধরে রাখার দায়িত্ব অত্র অঞ্চলের মানুষের। সে ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী ও তার অভিভাবকদেরকে শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে আধুনিক এলেম শিক্ষা গ্রহণ করতে হবে।
শিশুদের ভবিষ্যতের বিষয়টি চিন্তা করে অভিভাবকদেরকে যত্নশীল ও আন্তরিক হতে হবে। কারণ শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখতে না পারলে আপনার শিশুরই ভবিষ্যৎ নষ্ট হবে। তাই সবাইকেই শিশুদের যোগ্য ও সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন।
একই সাথে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষ দেশ জাতি, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশ্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।