মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে পবিত্র মাহে রমজানের প্রথম দিন রাজবাড়ীর পাংশা উপজেলার ১ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এতিম শিশু, আলেম ওলামায়েদের সম্মানে ইফতার দিয়ে শুরু করেন। পরে পর্যায়ক্রমে পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটা ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ উপস্থিত থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার করেছেন। ইতিমধ্যে এ কর্মকান্ডে তিনি নিজ দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রশংসা কুড়িয়েছেন।
পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, শরিসা, কলিমহর, কসবামাজাইল, পাট্টা, মৌরাট, বাবুপাড়া, পাংশা পৌরসভা, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল, নারুয়া, বালিয়াকান্দি, বহরপুর, নবাবপুর, জামালপুর, ইসলামপুর ইউনিয়ন ও উপজেলা এবং কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন সহ কালিকাপুর ইউনিয়নে ২৮ রমজান ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে ইফতার ও দোয়া মাহফিল। এছাড়াও কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার ইউনিয়ন সূমহে ইফতার ও দোয়া মাহফিল শেষ হয়েছে।
এসব ইফতার ও দোয়া মাহফিলে প্রতিটি স্থানেই রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। অধিকাংশ বক্তব্যেই দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন করার গুরুত্ব প্রদান করে কথা বলেছেন এ নেতা। একই সাথে বিএনপির কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের গুরুত্বপূর্ন বার্তা ৩১ দফা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে দলকে সু সংগঠিত করার চেষ্ঠা করে গেছেন এ বিএনপির নেতা। তিনি আগামী দিনের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করে বলেন, দেশের উন্নয়নে বিএনপির কোন বিকল্প নেই তাই একটি অবাদ সুষ্ঠ নিরোপেক্ষ নির্বাচন দিয়ে দ্রুত সময়ের মধ্যে দলীয় সরকারের অধিনে যৌক্তিক সংস্কার করে একটি সমমৃদ্ধশালী দেশ গড়তে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন, দলের ক্রান্তিলগ্নে পথ চলতে শিখিয়েছেন আমাদের নেতা রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা হারুন অর রশিদ। রাজপথে কিভাবে শক্ত অবস্থানে থাকতে হয় তিনিই আমাদের শিখিয়েছেন। আমরা ছাত্রদল পাংশা উপজেলা ও পৌর কমিটির সকল নেতাকর্মী তার সাথে ছিলাম আজও আছি আগামী দিন গুলোতেও থাকব, তিনি আমাদের রাজনৈতিক পথ প্রর্দশক। আগামী দিনের ধানের শীষের কান্ডারী রাজবাড়ী-২ আসনে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে হারুন অর রশীদের নেতৃত্বে মাঠে ছিলাম, এখনো আছি। কিন্তু ৫ তারিখের পর দেখছি অনেক নেতাই নতুন রুপে মাঠে নেমে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ কারণে নেতাকর্মীরা জানে কারা বিগত সময়ে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে জেল-জুলুম খেটে মাঠে ছিল। এ কারণে রাজবাড়ী-২ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী হারুন-অর রশীদ হবেন বলে দলের কাছে আশা রাখি।
পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মন্ডল বলেন, হারুন সাবেক একজন ত্যাগী নেতা তিনি দলের নেতা কর্মীদের আগলে রাখতে জানেন। হারুন অর রশিদ রাজপথের লড়াকু সৈনিক, যখন আওয়ামীলীগ ও পুলিশ লীগের অত্যচারে বিএনপির নাম নেওয়া কষ্টসাধ্য ছিল তখন হারুণ অর রশিদ আমাদের সাথে নিয়ে রাজপথে মিছিল করেছে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভ’মিকা রেখেছেন তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হবেন বলে আমরা বিশ্বাস করি।
পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার বলেন, মাহে রমজানের প্রতিটি দিন আমাদের নেতা হারুন অর রশীদ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইফতার করেছেন। একটি দিনও নিজ বাসায় বা পরিবারের সাথে তিনি ইফতার করতে পারেনি করেনি। দলের নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়নে তিনি সফল ভাবে ইফতার ও দোয়া মাহফিল করেছেন। আমরা অবিভূত হয়েছি, যেখানেই ইফতার করতে গিয়েছি, দেখতে পেয়েছি হারুন সাহেবের জনপ্রিয়তা, মাঠ ভর্তি লোকজন হারুন সাহেবের মুখের একটু কথা শুনবার জন্য অপেক্ষায় ছিল মানুষ। আশাকরি দলের সকল কর্মসূচী বাস্তবায়ন করা ব্যাক্তি বিএনপির নিকট মূল্যায়িত হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে।
পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম বলেন, বিএনপির দুঃসময়ে হারুন অর রশীদ এ দলের হাল ধরেছিল। এখন বিএনপিতে অনেক নেতা কিন্তু আন্দোলন সংগ্রামে আমরাই হারুণ অর রশিদের সাথে থেকে বিগত আওয়ামীলীগের দুঃশাসনে রাজপথে ছিলাম।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান বলেন, দলের সকল কর্মসূচী আমরা পালন করেছি। আমাদের আগামী দিনের রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী হবেন হারুন অর রশীদ। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন, রাজপথে সংগ্রাম করেছেন, জেলে থাকা নেতাকর্মীদের জামিন করানো, তাদের পরিবারের খোঁজ খবর রাখা এ মানুষ টা পবিত্র মাহে রমজানে একটি দিনই নিজের পরিবারের সাথে ইফতার করেনি, প্রতিদিনই কোন না কোন ইউনিয়নে ইফতারে অংশ নিয়েছেন। আমরা বিশ্বাস করি দল তাকে মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে তাকে মনোনয়ন দিয়ে বিএনপির সাধারণ কর্মী সর্মথকদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে।
রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দ্বার গোড়ায় পৌছে দিতে রমজান মাস জুড়েই ইফতার আয়োজন করেছি। এ সময়ে জনগণকে সাথে নিয়ে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবী জানানো হয়।