নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ চত্বরে শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ১৯৯০ সালের গণঅভ্যুত্থান দেখেছি, সংস্কারের কথা বললেও নির্বাচিত সরকার সেই কথা রাখেনি। আমরা চাই না এবার আর জনগণের সঙ্গে কেউ প্রতারণার সুযোগ পাক। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি।
জুলাই বিপ্লবে শহিদ পরিবার, আহত, বিভিন্ন রাজনীতিবিদ, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি আমরা একটি নির্বাচনের দিকে আগাই, নির্বাচন পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া চলমান থাকবে; এর কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে তারপর সামনে এগোনো। আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, সংস্কারে অনাগ্রহ দেখানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, সংস্কারের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। একটি নতুন সংবিধান হলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটি আবার প্রতিষ্ঠা করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে নতুন অধ্যায় সৃষ্টি করতে চেয়েছে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন আকাঙ্ক্ষা ও স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই।
তিনি বলেন, আমরা বৈষম্যহীন সমাজের কথা বলতে এসেছি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার কথা বলেছি। মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই কথা বলছি। মানুষ শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সার অধিকার, চাকরির সুবিধা যাতে পায় সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
জুলাই আন্দোলনে সিরাজগঞ্জের ভূমিকার কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে তারা যেভাবে ভূমিকা রেখেছে, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জ সেভাবেই ভূমিকা রাখবে বলে আশা করি। সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির অন্যতম ভিত্তি ও অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত হবে।
স্থানীয় নেতাদের প্রতি ঐক্যবদ্ধ থেকে মানুষের কাছে গিয়ে মানুষের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয় নাগরিক পার্টির মূলমন্ত্র।