দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য পাওয়ার ইচ্ছা তাঁর আজীবন থাকবে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন অভিজ্ঞ রাষ্ট্রনেতাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা আমার চিরদিন থাকবে।
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নেটিজেনদের অনেকে এটি সমর্থন করলেও, কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করছেন।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।