৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদকে ঘিরে কোনো ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীতে কোনো ষড়যন্ত্রের হুমকি নেই। তবে যদি কোনো ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা সৃষ্টি হয়, তাহলে তা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সাধারণ মানুষ ছুটিতে থাকলেও পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং বাসা-বাড়ি সুরক্ষিত থাকে।

গাবতলী টার্মিনালে টিকিটের অতিরিক্ত দাম আদায় প্রসঙ্গে তিনি বলেন, ভাড়ার তালিকা প্রতিটি কাউন্টারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয়, তবে যাত্রীরা বিআরটিএ ভিজিলেন্স টিম বা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন।

তিনি আরও জানান, কিছু ছোটখাটো অনিয়মের অভিযোগ এসেছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের বিশ্রাম নিশ্চিত করতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারের যথাযথ উদ্যোগের ফলেই এবার মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে। আমরা চেষ্টা করছি যাতে সবাই নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে এবং ঈদের ছুটি শেষে নির্বিঘ্নে ঢাকায় ফিরে আসতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা, ০৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার): মিয়ানমারে ২৮ মার্চ ২০২৫ তারিখে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত উদ্ধারকারী ও

সাজেক পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি রাঙ্গামাটির সাজেকের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ টেকনাফ, ৩ এপ্রিল ২০২৫ (: গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (৩ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালির হারুন

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড.

Scroll to Top