সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে চুরি যাওয়া একটি চার্জার অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে ওই অটোরিকশা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মনির(২৯)। তিনি উপজেলার শেরুয়া দহপাড়া এলাকার রুবেল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক পুলিশের এই কর্মকর্তা বলেন গত ২৮ মার্চ দুপুরে শাহবন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা দক্ষিণপাড়া এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়। চালক আবু জাফর থানায় অভিযোগ দায়ের করলে মামলা গ্রহণের পর তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় মনিরকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চুরি যাওয়া নীল রঙের চার্জার অটোরিকশাটি উদ্ধার করা হয়, যার পেছনে “DOWEDO” ও “তালুকদার ব্লেজার অ্যান্ড পাঞ্জাবী হাউস” লেখা ছিল। অটোরিকশাটির আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তিনি আরও জানান গ্রেপ্তার মনিরকে আদালতে পাঠানো হয়েছে। চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।