দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্র আগে থেকেই গ্রিনল্যান্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন, ‘দখল নেব গ্রিনল্যান্ড।’ তবে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে আমেরিকা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি নতুন দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন। তিনি আর্কটিক অঞ্চলের এই দ্বীপটিকে ডেনমার্কের অংশ হিসেবে না দেখে একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দেখতে চান।
জেডি ভ্যান্সের মতে, চীন ও রাশিয়ার প্রভাব গ্রিনল্যান্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, যা ডেনমার্ক যথাযথভাবে মোকাবিলা করতে পারছে না। তবে যুক্তরাষ্ট্র এখনই শক্তি প্রয়োগের মাধ্যমে দ্বীপটি দখলে নেওয়ার পরিকল্পনা করছে না বলে তিনি জানান।
এর পরিবর্তে, গ্রিনল্যান্ডের জনগণকে ডেনমার্কের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ভ্যান্স। তার দাবি, ডেনমার্ক দ্বীপটির প্রতি পর্যাপ্ত সহযোগিতা করছে না, যা প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।
তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে অসম্মানজনক হিসেবে দেখছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভ্যান্সের সাম্প্রতিক সফরকে তিনি ‘অশ্রদ্ধার নিদর্শন’ হিসেবে দেখছেন।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে ‘বিশ্ব শান্তির স্বার্থে’ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে আসা প্রয়োজন। কিন্তু নতুন প্রশাসন এখন দ্বীপটিকে দখলে নেওয়ার পরিবর্তে এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিচ্ছে।