আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি। তাই সৌদি আরবে আগামীকাল রবিবার (৩০ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাংলাদেশ সৌদি আরবের পূর্বে অবস্থিত হওয়ায় সাধারণত এক দিন পর চাঁদ দেখা যায়। অতীত অভিজ্ঞতা অনুসারে, ধারণা করা হচ্ছে আগামীকাল রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে দেশে পবিত্র ঈদুল ফিতর সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে।