১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

মহানুভবতার অনন্য দৃষ্টান্ত, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

খোকসা, কুষ্টিয়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৫০ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার খান। আজ সকাল ৯ টায় জানিপুর পাইলট স্কুল মাঠে আয়োজিত এই মহতী কার্যক্রমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার হিসেবে মহিলাদের জন্য শাড়ি, চিনি ও সেমাই এবং পুরুষদের জন্য লুঙ্গি, চিনি ও সেমাই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আনোয়ার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খোকসা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা খোকসা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসলাম হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াদ আলী শেখ, ইসলামী যুব আন্দোলন খোকসা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন খোকসা থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ সৈকত হোসেন।

এ সময় বক্তারা বলেন, ঈদ সবার জন্য আনন্দের উৎসব, তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধ মাটিকাটায় তিন লক্ষ টাকা জরিমানা

মোঃসাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার মধ্যরাতে উপজেলার

দীঘিনালা মাইনি নদীতে ফুল ভাসিয়ে বর্ষবরণ উৎসব শুরু

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি সকলের মঙ্গল কামনায় খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ।

কৃষিগুচ্ছে ভর্তিচ্ছুদের জন্য বাকৃবির বিশেষ বাস সার্ভিস

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন

আমতলীতে আওয়ামীলীগের প্রভাবশালি দুর্নীতিবাজ নেতা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মানফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধিঃ একাধিক সাংবাদিকনির্যাতনকারী দুর্নীতিবাজ আমতলী উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খাঁনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

Scroll to Top