দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
লা লিগায় দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। সবশেষ ম্যাচেও তার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে লেগানেসকে হারিয়েছে। এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শীর্ষ লড়াই জমিয়ে তুলেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রোমাঞ্চকর এই ম্যাচে প্রথমে এগিয়ে যায় রিয়াল। বিতর্কিত এক পেনাল্টি থেকে পানেঙ্কা শটে গোল করেন এমবাপ্পে। তবে দ্রুতই লেগানেস সমতায় ফেরে, গোল করেন ডিয়েগো গার্সিয়া।
ম্যাচের ২৮তম মিনিটে রিয়ালের ভুলে দ্বিতীয় গোল পায় লেগানেস। এরপর বিরতির পর ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ব্রাহিম দিয়াজের শট ফিরিয়ে দেন লেগানেস গোলরক্ষক, তবে ফিরতি বলে জুড বেলিংহাম গোল করে রিয়ালকে সমতায় ফেরান।
শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন, যা রিয়ালকে জয়সূচক লিড এনে দেয়। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এমবাপ্পে পার্থক্য গড়ে দিচ্ছে এবং এটাই আমরা চাই।’
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৩৩ গোল করেছেন এমবাপ্পে। রিয়ালে প্রথম মৌসুমে তার গোলসংখ্যা কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর ২০০৯-১০ মৌসুমের সমান। এমবাপ্পে বলেন, ‘এটা আমার জন্য বিশেষ… তবে আমাদের লক্ষ্য ট্রফি জেতা।’