মোহাইমিনুল হাসান, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর ও জিয়া নগর যুব সমাজের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সংগঠনটি প্রায় ৫০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিতরণ করে।
সংগঠনটি ২০০৩ সালে ভাটিবন্দর যুব সমাজ নামে প্রতিষ্ঠিত হয় এবং পরে ২০১৯ সালে জিয়া নগর যুব সমাজ একীভূত হয়। প্রথমদিকে তারা ইসলামিক মাহফিল আয়োজন করলেও বর্তমানে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এ বছর ৫০টি পরিবারের মাঝে মুরগি, তেল, বনফুল সেমাই, লাচ্ছা সেমাই, ডাল, পোলাও চাল, আলু, পেঁয়াজ, লবণ ও চিনি বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রোমান আহম্মদ জানান, মাহফিল আয়োজনের পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে এই সহায়তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
জিয়া নগর যুব সমাজের সদস্য কামাল হোসেন বলেন, ভাটিবন্দর যুব সমাজের সঙ্গে একীভূত হওয়ার পর থেকে তারা একসঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন বলেন, সংগঠনটি সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। যুবকদের এমন উদ্যোগ সমাজের অসহায় মানুষদের জন্য সহায়ক হবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে তারা কাজ করবে বলে আশা করা যায়।