দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)।
শনিবার (২৯ মার্চ) ভোরে এক ঘোষণায় পিডব্লিউএ জানায়, নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে তারা ইমরান খানকে মনোনীত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম লিখেছে, “আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তার কাজের স্বীকৃতি হিসেবে ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।”
এর আগেও, ২০১৯ সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রতি বছর শত শত মনোনয়ন পায় এবং আট মাসব্যাপী কঠোর পর্যালোচনার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে।
প্রসঙ্গত, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় গত জানুয়ারিতে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।