দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে মোটরসাইকেলযোগে এসে একদল দুর্বৃত্ত প্রাইভেটকারের গতিরোধ করে গুলি চালায়। এতে গাড়িতে থাকা চারজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং বাকি দুজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
শনিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন প্রাইভেটকার চালক মানিক ও আবদুল্লাহ। আহত হৃদয় ও রবিনকে চমেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের গভীরে গুলজার বেগম মোড়ে হঠাৎ প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে একটি চলন্ত প্রাইভেটকারের পথ আটকায় এবং এলোপাতাড়ি গুলি চালায়। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এদিকে, স্থানীয়ভাবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, নিহত ও আহতরা সবাই প্রাইভেটকারে ছিলেন। কারা এই হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।