দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এজন্য ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করবে।
এছাড়া পুরো এলাকাকে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।