ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এবারের ঈদে আয়োজন করেছে ‘স্মৃতিতে শৈশবের ঈদ’ শীর্ষক ভিডিও কনটেস্ট ও লেখার প্রতিযোগিতা। আজ রবিবার(৩০ মার্চ) সকাল ১০টায় অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এই বার্তা জানানো হয়।
বার্তাটিতে আরো জানানো হয়, সর্বোচ্চ ৫০-২০০ শব্দে লেখা লিখতে হবে। ভিডিওটি ৩ থেকে ৫ মিনিটের হতে হবে। লেখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জবি শাখার ফেসবুক পেজের ইনবক্সে পাঠাতে হবে। আর ভিডিওটি শাখার অফিসিয়াল হোয়াটসএপ গ্রুপে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে। ভিডিও বা লেখা অবশ্যই শৈশবের ঈদের স্মৃতিকে ঘিরেই বানাতে হবে।
আরো জানানো হয়, প্রতিযোগিতাটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত জবির যেকোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মোট এক তৃতীয়াংশ বিজয়ীর জন্য থাকবে আর্কষণীয় পুরস্কার।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বিভিন্ন শাখা বহু আগে থেকেই শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ সাধনের জন্য বিভিন্ন রচনা, চিঠি, কবিতা আবৃত্তি, ভিডিও বক্তব্য প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করে আসছিল। তার ধারাবাহিকতায় জবি শাখা এবারের ঈদে এই প্রতিযোগিতার আয়োজন করে। ঈদের শৈশবের স্মৃতিগুলোকে শিক্ষার্থীরা যেন সৃজনশীলতার সাথে উপস্থাপন করতে পারে সেইজন্যই মূলত এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।