ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাব কর্তৃক আয়োজিত ‘স্পিক টু লিড’ অনলাইন ভিত্তিক আন্তবিশ্ববিদ্যালয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৩০ মার্চ) দুপুরে জবি ফিন্যান্স ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে ফলাফলটি প্রকাশিত হয়।
অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানা যায়, প্রতিযোগিতাটিতে প্রথম স্থান অধিকার করেন ফিন্যান্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেহবুবা মাওলা, দ্বিতীয় স্থান অধিকার করেন ফিন্যান্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান, তৃতীয় স্থান অধিকার করেন ফিন্যান্স বিভাগের এমবি এর শিক্ষার্থী সাবিহা তাবাসসুম।
আরো জানা যায়, এই প্রতিযোগিতায় ৪র্থ স্থান অধিকার করেন আবরার হক (ফিন্যান্স), ৫ম স্থান অধিকার করেন কাজী ফয়সাল হোসেন(ফিন্যান্স), ৬ষ্ঠ স্থান অধিকার করেন ইতু মনি(আইইআর), ৭ম স্থান অধিকার করেন অম্রিতা অপু (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি), ৮ম স্থান অধিকার করেন সামসুন নাহার রিয়া(মার্কেটিং), ৯ম স্থান অধিকার করেন পার্থ সাহা(ফিন্যান্স) এবং ১০ম স্থান অধিকার করেন আসাদুজ্জামান সিয়াম (মার্কেটিং)।
উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং এর জড়তা কাটিয়ে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটানোই ছিল ‘স্পিক টু লিড’ এর মূল উদ্দেশ্য।