তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
গত বছরের ৪ আগষ্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ হয়েছে। এছাড়াও একই সময় তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় হয়৷ রোববার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ অনুষ্ঠানটি আয়োজন হয়।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শফিকুল হাসান তুষার এ অনুষ্ঠানটির আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন,সাবেক কামিশনার মোহাম্মদ নওয়াব আলী, যুগ্ম-আহবায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ,সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. কামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. গোলজার হোসেন, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক মো. শাহীন মিয়া, মো. শাহাদাত হোসেন সরকার, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক সদর থানা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, সদর থানা ছাত্রদলের সভাপতি মো. মহসিন মিয়া, বিএনপি নেতা রাজু আহমেদ রাজা , মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ পাঠান, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেহীন, ফয়সাল আহম্মেদ মনির,বাচ্চু সরকার,সদস্য রাজন, শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে আলম তালুকদার লুটু, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি ওমর ভান্ডারী প্রচার সম্পাদক স্বপন ফরাজী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল পাঠান , জজ মিয়া, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ জয়,সাধারণ সম্পাদক রাফসান,ছাত্রদল নেতা থিয়েল প্রমুখ।
অনুষ্ঠানটিতে আহত ও নিহতদের পরিবারের সাথে বিএনপির নেতাকর্মীদের কৌশল বিনিময় হয়। পরে জেলা শহরের আহত ৩১ জনের পরিবার ও ৩ নিহতের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।