হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি:
ঈদ মোবারক ঈদ মোবারক তাকবীর মুখরিত ইতালি ভেনিস শহর। আজ রবিবার ৩০ এপ্রিল ২০২৫ ইং ইতালি ভেনিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত করেন বিভিন্ন এলাকা মসজিদ সহ জাতীয় ঈদগা ময়দানে প্রায় ৫০ হাজার মুসল্লি ঈদ জামাতে শরিক হয়েছেন।
প্রতিটি ঈদের জামাতে নামাজ শেষে প্রবাসীদের উদ্দেশে দোয়া করেন এবং সমগ্র মাসিলিম জাতির জন্য দোয়া করেন। আজ সরকারি ছুটি থাকার কারণে আবহাওয়া ভালো থাকার কারণে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আগত মুসল্লি আল্লাহ দরবারে শুকরিয়া জানান এবং ফিলিস্তিনীদের জন্য মঙ্গল কামনা করেন। বাংলাদেশি রেস্তোরা ও ইতালিয়ান রেস্তোরা গুলতে ঈদের পর সাধারণ মানুষের ভিড় ছিল লক্ষণীয়। বিভিন্ন ইতালিয়ান সংঘঠন পর্যবেক্ষণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। আইন শৃঙ্খলা বাহিনী সাদাপোশাকে এবং গাড়ি টহল দিয়ে নিরাপত্তা নিয়োজিত ছিলেন যাতে করে কেও কোনো প্রকার ভেঘাত না ঘটাতে পারে।