মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার উথলী পশ্চিমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম আলী বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ইব্রাহিম আলী বিশ্বাসের সঙ্গে তার ফুপাতো ভাই আব্দুর রহমান মোল্লা (৬০) এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল (৩১ মার্চ) রাত অনুমানিক ১০টায় ইব্রাহিম আলী বিশ্বাস নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১২:১০ মিনিটে আব্দুর রহমান মোল্লার নেতৃত্বে তার তিন ছেলে—আ. মান্নান মোল্লা (৩৫), আ. হান্নান মোল্লা (৩০) ও আঃ রব্বান মোল্লা (২৫) একত্রে ইব্রাহিমের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা ইব্রাহিমকে বাঁশের লাঠি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখেন।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করছেন এলাকাবাসী।