মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ঢাকা, ১ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): গত ২৮ মার্চ ২০২৫ তারিখে মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর সার্বিক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে, ৩০ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী একটি সি-১৩০ জে পরিবহন বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমানে ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন গমন করে এবং ত্রাণ সহায়তা হস্তান্তর করে। একইদিনে বিমান দুটি বাংলাদেশে নিরাপদে ফিরে আসে।
এছাড়া, ১ এপ্রিল ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, কুর্মিটোলা থেকে আরও দুটি সি-১৩০জে পরিবহন বিমান এবং সেনাবাহিনীর একটি কাসা সি-২৯৫ ডব্লিউ পরিবহন বিমান নেপিডো, মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এসব বিমান ৩৪ জন উদ্ধারকারী এবং ২১ জন চিকিৎসকসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে মিয়ানমারে পৌঁছাবে। উদ্ধারকারী দলের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্প কবলিত জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ও মানবিক সহায়তার অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হবে।