মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
খোকসা ০১ এপ্রিল থানাধীন বিলজানি বাজারের পূর্ব পাশে অমর বীন খাত্তাব মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মো: সাবিব হুসাইন (২৬), পিতা-মো: তোফাজ্জেল, যদুবয়রা গ্রাম থেকে কুমারখালীর উদ্দেশ্যে রওনা হন। মোটরসাইকেলে তার নববধূ ও একটি শিশু ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যান রাস্তার ডান পাশে যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা পথচারী ময়েন শেখ (৬০), পিতা- মৃত চতুর আলী শেখ, গ্রাম- শিমুলিয়া, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়া-এর গায়ে ধাক্কা লাগে এবং তিনি পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পথচারী ময়েন শেখকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
অপরদিকে, মোটরসাইকেল চালক মো: সাবিব হুসাইন (২৬) প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু পথচারীর মৃত্যুর খবর জানার পর তিনি সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, এটি হাইওয়ে থানার আওতাধীন একটি ঘটনা। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” হাইওয়ে পুলিশের ডিউটি অফিসার এস আই জয় দেব কুমার শর্মা বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হবে।
স্থানীয় জনগণের দাবি, সড়কে এমন দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।