এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি
ফেনীর পরশুরামের পূর্ব বাগমারা জামে মসজিদের ইমাম মৌলভী গোলাম সরওয়ার হোসেনকে রাজকীয় ভাবে বিদায় ও সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
(১ এপ্রিল) মঙ্গলবার সকালে মসজিদ প্রাঙ্গনে এলাকাবাসী ও মুসল্লীদের উদ্যোগে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার জয়নাল আবেদীন। জানাযায় টানা ৪০ বছর যাবৎ পূর্ব বাগমারা জামে মসজিদের ইমাম হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি বিদায় নিতে চাইলে এলাকাবাসী ও মুসল্লীরা তাকে অনুষ্ঠান করে বিদায় ও সংবর্ধনা দেন। মৌলভী গোলাম সরওয়ার বলেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে থেকে জরাজীর্ণ এই আল্লাহর ঘরটিতে আমি খেদমত করে আসছি। আমার হাতেগড়া অনেক শিক্ষার্থী আজকে বিভিন্ন পদপদবীতে রয়েছে। এলাকার অনেক মুরুব্বী দুনিয়ায় ছেড়ে চলে গেছে। আজকের এই বিদায়ের দিনে আমি সকলের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার এ বিদায়ের দিনে সাধারণ মুসল্লিরা ও যুবসমাজ বলেন হুজুর খুব ভালো মনের মানুষ ছিলেন। অনুষ্ঠান শেষে তাকে ফুলের মালা পরিয়ে প্রাইভেট গাড়িতে ছড়িয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও মুসল্লিরা আহলান সাহলান মারহাবা বলে তাকে তার বাড়িতে পৌঁছিয়ে দেন। এতে অংশগ্রহণ করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ। ইমামের রাজকীয় এই বিদায়ে প্রশংসায় ভাসছে পূর্ব বাগমারা জামে মসজিদের এলাকাবাসী ও যুবসমাজ।