৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নানা আয়োজনের মধ্যে দিয়ে গোমস্তাপুরের মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ পূর্তি উৎসব উদযাপন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

“চলো সু-শিক্ষার সন্ধানে, দেশের কল্যাণে” এ শিক্ষাকে ধারণ করে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজন করা হয়। প্রথমে অতিথিদের আসন গ্রহণ, ফুলের শুভেচ্ছা, ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, নীরবতা পালন, বিদায়ী শিক্ষক মণ্ডলীসহ অতিথিদের সম্মান প্রদান ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্ব উদযাপন করা হয়। এদিন বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মৃধাপাড়া হাই স্কুল স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে, বুধবার (০২ এপ্রিল) সকালে উক্ত বিদ্যালয় মাঠে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয় স্টুডেন্টস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল আওয়াল রুবেলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি: প্রফেসর হবিবুর রহমান, অধ্যক্ষ (অব.), রাজশাহী কলেজ, রাজশাহী।

প্রধান পৃষ্ঠপোষক: ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, সাবেক ভিপি, আহসানউল্লাহ হল, বুয়েট।

প্রধান বক্তা: মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান, ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদ।

প্রধান উপদেষ্টা: মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়।

বিশেষ অতিথিরা:

  • সালাম, প্রধান শিক্ষক (অব.), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়।

  • রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (অব.), মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়।

  • আব্দুস সুবহান মণ্ডল, ডাংগাপাড়া।

  • সেকান্দার আলী, মেহেরপুর।

  • আলহাজ্ব আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক (অব.), চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

  • জনাব সামাদ, প্রধান শিক্ষক, সোনাবর উচ্চ বিদ্যালয়।

  • আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, রাধানগর এ.এন.সি উচ্চ বিদ্যালয়।

  • রেজাউল ইসলাম, ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, মনট্রিনস লিমিটেড, ঢাকা।

এছাড়াও বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমণ্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত থাকায় প্রত্যন্ত অঞ্চলে সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার।

দ্বিতীয় পর্বে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব কাঠালিয়া’র কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি ঝালকাঠির কাঠালিয়ায় পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব কাঠালিয়া’র ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা “অফিসার্স

নান্দাইলে পূর্বশত্রুতার জেরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নান্দাইল উপজেলাধীন আচারগাঁও ইউনিয়নের সিংদই সেখের ডাংগর গ্রামে মৃত ওয়াহেদ আলী পুত্র মো. আব্দুস ছাত্তার বাড়িতে (১ এপ্রিল )

পূর্ব বাগমারায় ইমামকে রাজকীয় বিদায় ও সংবর্ধনা

এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধি ফেনীর পরশুরামের পূর্ব বাগমারা জামে মসজিদের ইমাম মৌলভী গোলাম সরওয়ার হোসেনকে রাজকীয় ভাবে বিদায় ও সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী ও মুসল্লিরা। (১

খোকসায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, মোটরসাইকেল চালক পলাতক

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ খোকসা ০১ এপ্রিল থানাধীন বিলজানি বাজারের পূর্ব পাশে অমর বীন খাত্তাব মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার

Scroll to Top