মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নান্দাইল উপজেলাধীন আচারগাঁও ইউনিয়নের সিংদই সেখের ডাংগর গ্রামে মৃত ওয়াহেদ আলী পুত্র মো. আব্দুস ছাত্তার বাড়িতে (১ এপ্রিল ) রোজ মঙ্গলবার বিকাল বিকাল ৪: ঘটিকায় সময়
জমা জমি সংক্রান্ত জের ধরে বাড়ি -ঘর হামলা ভাংচুর লুটপাট মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে আব্দুস ছাত্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিম্ন লিখিত ব্যাক্তি গনের বিরুদ্ধে
১। হারুন রশিদ (৫০), ২। রুবেল মিয়া (৩৫) উভয়পিতা-আঃ হাই, ৩। হৃদয় মিয়া (২৬), ৪। মাফুজ মিয়া (২০), উভয়পিতা-সাইদুল ইসলাম, ৪। সাইদুল ইসলাম (৫০) পিতা-আঃ হাই, ৬। আঃ হাই (৬৮) পিতা-মৃত কাছুম আলী, সর্বসাং সিংদই সেখের ডাংগর গ্রামে নান্দাইল থানা,জেলা ময়মনসিংহ, এস ,আই, শাহীন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মামলার বাদী ও তার পরিবারে লোক জন নিরাপত্তা হিনতায় ভোগছে ।