দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছেন। পরিবারের সম্মতিতে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি তিনি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন।
আগামী ১০ এপ্রিল শুরু হবে এসএসসি পরীক্ষা, যেখানে যশোরের একটি স্কুল থেকে অংশ নেওয়ার কথা ছিল আজিজুলের। তবে অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলংকা সফরের কারণে পরীক্ষায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৭ বছর বয়সি এই ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ জিতিয়েছেন বাংলাদেশকে। বিপিএলে খুব বেশি সুবিধা করতে না পারলেও ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে দারুণ ফর্মে আছেন তিনি। সময়টা তাই ক্রিকেটেই কাজে লাগাতে চান আজিজুল।
বাংলাদেশ যুব দল চলতি মাসেই শ্রীলংকা সফরে যাচ্ছে। ২৪ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৬ এপ্রিল শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ৮ মে। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বান্টোটায়।