৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খোকসায় ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬.৩০ ঘটিকায় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ আফজাল হোসেন কাজী তার স্ত্রী মোছাঃ মাঝু খাতুনের মাধ্যমে ভিকটিমকে তাদের বাড়িতে ডেকে নেন পিঁয়াজ কাটার জন্য। কাজ চলাকালীন সময়ে ভিকটিম তাদের বাড়িতে বসে থাকেন। কিছুক্ষণ পর ভিকটিম নিজ বাড়িতে ফিরে যেতে চাইলে আসামি তাকে কৌশলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু রাত অনুমান ৭.৩০ ঘটিকার সময় নির্জন স্থানে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন এবং টাকার প্রলোভন দেখান। ভিকটিম এতে রাজি না হলে আসামি তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে।

ঘটনার পর ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে, তার মা বাদী হয়ে ৩ এপ্রিল ২০২৫ তারিখ খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি খোকসা থানায় নং- ২/৪৪ হিসেবে রুজু করা হয়।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত মোঃ আফজাল হোসেন কাজীকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে।”

এদিকে, ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) সকালে

দেশে ফিরলেন জুলাই আন্দোলনে আহত হওয়া সাত বছরের মুসা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঢাকা, ০৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার): দীর্ঘ দিন পর দেশে ফিরলেন সাত বছরের নিষ্পাপ শিশু মুসা। গত বছরের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময়

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবের প্রস্তুতি সম্পন্ন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানোৎসব শনিবার (৫ এপ্রিল)। স্থানীয় আয়োজকরা জানান, আগত পুন্যার্থীদের সুষ্ঠুভাবে স্নানকার্য  সম্পাদনের জন্য

বগুড়া শেরপুর ভাইরাল হওয়া মিনি জাফলংয়ে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল)

Scroll to Top