মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারীর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যা অনুমানিক ৬.৩০ ঘটিকায় উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মোঃ আফজাল হোসেন কাজী তার স্ত্রী মোছাঃ মাঝু খাতুনের মাধ্যমে ভিকটিমকে তাদের বাড়িতে ডেকে নেন পিঁয়াজ কাটার জন্য। কাজ চলাকালীন সময়ে ভিকটিম তাদের বাড়িতে বসে থাকেন। কিছুক্ষণ পর ভিকটিম নিজ বাড়িতে ফিরে যেতে চাইলে আসামি তাকে কৌশলে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু রাত অনুমান ৭.৩০ ঘটিকার সময় নির্জন স্থানে নিয়ে গিয়ে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করেন এবং টাকার প্রলোভন দেখান। ভিকটিম এতে রাজি না হলে আসামি তাকে জোরপূর্বক শারীরিক নির্যাতন করে।
ঘটনার পর ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে, তার মা বাদী হয়ে ৩ এপ্রিল ২০২৫ তারিখ খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি খোকসা থানায় নং- ২/৪৪ হিসেবে রুজু করা হয়।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত মোঃ আফজাল হোসেন কাজীকে গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে।”
এদিকে, ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিকটিমের পরিবার আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।