মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ মোঃ আজগর আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চককৃষ্ণপুর কায়েম খোলা গ্রামের জামাত আলী সরদারের ছেলে। তিনি বর্তমানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লী এলাকায় বসবাস করেন।
বুধবার (০২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ মাহাবুল করিমের নেতৃত্বে উপজেলার উত্তর দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় তৈরী মদসহ গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর জিয়া সরদারের বাড়ির পশ্চিম পার্শ্বের একটি আস্তানায় দেশীয় তৈরি মদ মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৭ লিটার দেশীয় তৈরি মদসহ আজগর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।