মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় খালিয়া একতা যুব সংঘের আয়োজনে ঈদ পূর্ণমিলনী, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়া গ্রামের কৃতি সন্তান মানিকগঞ্জ প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ও খালিয়া একতা যুব সংঘের প্রধান উপদেষ্টা ডা. হাজী মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়া একতা যুব সংঘের উপদেষ্টা মোঃ আক্কাস আলী, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোকছেদ আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ গোলাম মোর্শেদ (মুরাদ), লিয়াকত আলী স্মৃতি কলেজের প্রভাষক মোঃ আলিমুজ্জান (আলম)। এছাড়াও উপস্থিত ছিলেন, কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ, সংগঠনের কার্যকরী সংসদের সদস্যবৃন্দ, এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মাহবুব হোসাইন (রিপন) এবং সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, এটি একটি সেবামূলক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠান। গ্রামের কিছু চাকরীজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কিছু প্রবাসীদের সম্মিলিত এ সংগঠনটি তৈরি হয়েছে। সংগঠনের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল আজকের এ খালিয়া একতা যুব সংঘ। তিনি খালিয়া একতা যুব সংঘের প্রত্যেকটি সদস্য এবং গ্রামবাসীর জন্য মঙ্গল কামনা করেন। তিনি সংগঠনে থেকে গ্রাম এবং গ্রামবাসীদের বিভিন্ন উন্নয়নের কাজে সহযোগিতা করবেন মর্মে আশা ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান ফরিদ ঢাকায় থাকায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
খালিয়া একতা যুব সংঘ ২০২৪-২৫ অর্থ বছর বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ক্যান্সার রোগে আক্রান্ত খালিয়া-গুনপাড়া জামে মসজিদের সাবেক ইমাম মোঃ হাফিজুল ইসলামকে ৪২ হাজার ৪ শত টাকা অনুদান প্রদান। গত ঈদুল আজহায় সংগঠনের কর্ম এলাকার মধ্যে তুলনামুলক অসহায় প্রায় ৬০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ। গত বছর ফেনী, নোয়াখালী, লক্ষীপুর অসহায় বানভাসিদের আর্থিক সহযোগিতা প্রদান। খালিয়া জামে মসজিদের ইমাম ওমর আলীর মেয়ের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান। সংগঠনের কর্ম এলাকার মধ্যে মৃত ব্যক্তিদের জন্য গ্রামের দুইটা মসজিদে দোয়ার আয়োজন করা। এ বছর পবিত্র রমজানে খালিয়া একতা যুব সংঘের আওতাধীন দুইটা মসজিদে ইফতার আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন করা হয়েছে। গত ঈদুল আজহার মত এবছরও পবিত্র ঈদুল ফিতরে গ্রামের তুলনামূলক অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ। সংগঠনের আওতাধীন এলাকার মধ্যে ৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়ার তাদেরকে সংবর্ধনা এবং ১০ জন ছাত্র-ছাত্রী যারা এলাকার বিভিন্ন স্কুলে ১ থেকে ৫ এর মধ্যে রোল নম্বর থাকায় তাদের বৃত্তি প্রদান করা হয়। আর এ ভাবেই খালিয়া একতা যুব সংঘ বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এলাকাবাসী তাদের কার্যক্রম দেখে সন্তুষ্ট প্রকাশ করছে।