৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাজেক পরিদর্শন করলেন দুই উপদেষ্টা

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির সাজেকের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বিজিবি সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ান এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন।

পরবর্তীতে বাঘাইহাট থেকে দুপুর ১টার দিকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌছান তিনি। সেখানে বিজিবির ক্যানটিন সীমান্ত শৈলিতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কার্বারীর (পাড়া প্রধান) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন।

এসময় তিনি সাজেকে অগ্নিকান্ডের ঘটনায় আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সাজেকে অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককে নির্দেশনা দেন। পরে তিনি হেলিকপ্টার যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করেন।

সফরের সময় সাথে ছিলেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেঃ জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, (অপারেশন ও প্রশিক্ষণ শাখা), সদর দপ্তর বিজিবি
মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
ব্রিগেঃ জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেঃ জেনারেল মোঃ ইয়াছির জাহান হোসেন, (ব্যুরো চীফ), পিলখানা, ঢাকা। যুগ্ম সচিব, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ১৯৯০ সালের ১৬ নভেম্বর থেকে ১৯৯২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত বাঘাইহাট জোন অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: মুহাম্মদ ইউনুস

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে বলে দূঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

মিয়ানমারের ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঢাকা, ০৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার): মিয়ানমারে ২৮ মার্চ ২০২৫ তারিখে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত উদ্ধারকারী ও

নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে টেকনাফে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ টেকনাফ, ৩ এপ্রিল ২০২৫ (: গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (৩ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালির হারুন

বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড.

Scroll to Top