মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে। বুধবার রাতে শহীদুল্লাহ শহীদ (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি) ও মো. আদু হাওলাদারের (সাধারণ সম্পাদক, মগড় ইউনিয়ন শ্রমিক দল) নেতৃত্বে দুপক্ষ মুখোমুখি হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মো. মাইসুল ইসলামসহ (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, ঝালকাঠি) প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টির সমাধানের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।