৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝালকাঠির নলছিটিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ বাধে। বুধবার রাতে শহীদুল্লাহ শহীদ (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি) ও মো. আদু হাওলাদারের (সাধারণ সম্পাদক, মগড় ইউনিয়ন শ্রমিক দল) নেতৃত্বে দুপক্ষ মুখোমুখি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে মো. মাইসুল ইসলামসহ (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, ঝালকাঠি) প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টির সমাধানের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে বিপদগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আজ (০৩ এপ্রিল) জরুরি ত্রাণ এবং

খোকসায় পরপর দুটি দুর্ঘটনায় মৃত্যু, নিয়ন্ত্রণহীনতায় উঠতি বয়সের চালক আতঙ্কিত এলাকাবাসী

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় পথচারী মোঃ আহম্মদ আলী খান (৮০) মারা গেছেন। গত দুই দিনে আগে খোকসা বিলজানি

বালিয়াকান্দিতে খালিয়া যুব সংঘের ঈদ পুর্ণমিলনী-সংবর্ধনা ও বৃত্তি প্রদান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে দেশীয় তৈরী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ মোঃ আজগর আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে

Scroll to Top