মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
নাজিম রেজা নামে এক চাকুরীজীবিকে ফেরীর জাল টিকিটের ছবি তোলায় পরিবারের সদস্যদের সামনে মারধর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(০৩ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটে।
নাজিম রেজা বলেন, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে প্রাইভেটকারযোগে স্ত্রী ও সন্তানদের নিয়ে কর্মস্থলে ফিরছিলাম। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটে যাই। পরে ফেরীতে উঠি। পাশে ফেরীর পল্টুনে ট্রাকের একটি টিকিট জাল বলে শোরগোল শুনে সেখানে যাই। দুটি টিকিটের ছবি তুলে পাশে দাঁড়িয়ে থাকি। এরপর ৭-৮ জন দালাল আমাকে স্ত্রী সন্তানের সামনে এলোপাতাড়ি ভাবে মারধর করে। বাড়ী রাজবাড়ী বলায় ছেড়ে দেয়। তারা রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দেয়। পরে লোকজন আমাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, এ কারণে আমি রাজবাড়ীর ডিসির দৃষ্টি দিতে বিশেষ অনুরোধ করছি! আমার সাথে যে ঘটনা ঘটেছে আর যেন এমনটা কারো সাথে না ঘটে এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি!
দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন, এ ধরনের অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।