দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে থাকে তুমুল উন্মাদনা। ছেলেদের পাশাপাশি এখন নারী ফুটবল বিশ্বকাপও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে কোটি ভক্তের মনে। এই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করতে আগামী ২০৩১ ও ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে জানিয়েছেন, ২০৩১ সালে নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আর ২০৩৫ সালের আসর বসবে যুক্তরাজ্যে।
ফিফা কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন এখন শুধুই নিয়মতান্ত্রিক বিষয়। কারণ ২০৩১ সালের বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ বিড করেনি। ২০৩৫ আসরের ক্ষেত্রেও যুক্তরাজ্যই একমাত্র বৈধ প্রস্তাবদাতা দেশ।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এবারই হবে তাদের তৃতীয় নারী বিশ্বকাপ আয়োজন। এর আগে ১৯৯৯ ও ২০০৩ সালে টানা দুটি আসর তারা আয়োজন করেছিল। নারী ফুটবলে সবচেয়ে সফল দেশও যুক্তরাষ্ট্র—যারা এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ শিরোপা জিতেছে।
অন্যদিকে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাজ্য। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড—এই চার দেশের মিলিত আয়োজন হবে এটি। ছেলেমেয়ে মিলিয়ে যুক্তরাজ্যে সর্বশেষ বিশ্বকাপ আয়োজন হয়েছিল ১৯৬৬ সালে, ইংল্যান্ডে।
এদিকে আগামী ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজিত হবে ব্রাজিলে। ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত চলবে এই আসর, যেখানে ৩২টি দল অংশ নেবে এবং ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফার পরিকল্পনা অনুযায়ী ২০৩১ আসর থেকেই বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৪৮।
বর্তমান নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যৌথ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা।
বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যে ভালোবাসা ও উদ্দীপনা তৈরি হয়, নারী ফুটবলও সেখানে ধীরে ধীরে শক্ত অবস্থান গড়ে তুলছে—আর ফিফার এমন সিদ্ধান্ত সেই অগ্রযাত্রাকেই আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।