দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলকে চূড়ান্তভাবে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার (৩ এপ্রিল) আদালত এই রায় ঘোষণা করে। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে।
আদালতের রায়ে বলা হয়, ২০২৪ সালের ৩ ডিসেম্বর রাষ্ট্রপতি ইউন সুক-ইওল স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারি করে জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী শক্তি এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী মহল সরকারে অনুপ্রবেশ করেছে, তাই তিনি ওই পদক্ষেপ নিয়েছেন।
কিন্তু তদন্তে উঠে আসে, ইউন সুক-ইওল সেই সময় জাতীয় পরিষদ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আটক করে সামরিক শাসন বজায় রাখার চেষ্টা করেন। এই অভিযোগের ভিত্তিতে সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয় এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি কার্যত বরখাস্ত হন, যদিও আইনি জটিলতার কারণে তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে বহাল ছিলেন।
সাংবিধানিক আদালতের আটজন বিচারকের মধ্যে ছয়জন রায়ে সম্মতি দেন। এই রায়ের মধ্য দিয়ে ইউন সুক-ইওলের রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ চূড়ান্তভাবে শেষ হলো। এখন সংবিধান অনুযায়ী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।