৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কানাডার পাল্টা পদক্ষেপ: যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর ২৫% শুল্ক আরোপ

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ

এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করলো প্রতিবেশী কানাডা। গত ৩ এপ্রিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের পরদিনই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। নতুন এই শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। তবে, এই শুল্কের আওতায় আসবে না গাড়ির যন্ত্রাংশ এবং মেক্সিকো।

এই শুল্কারোপ আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের গাড়ির ওপর চাপানো হবে। এর পাশাপাশি, ওয়াশিংটনের ওপর পূর্বে আরোপিত শুল্কও বজায় থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের ওপর শুল্কারোপ করেছে, ঠিক একইভাবে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি। তবে, আমদানিকৃত যন্ত্রাংশের ওপর এর কোনো প্রভাব পড়বে না।” তিনি আরও বলেন, “এই শুল্কারোপের শেষ দেখতে আমরা লড়াই চালিয়ে যাবো এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।”

এছাড়া, কার্নি জানিয়ে দেন যে, কানাডা কখনই অন্য কোনো দেশের শুল্কারোপের আগ্রাসী পদক্ষেপে আত্মসমর্পণ করবে না। কানাডা যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে চায়, এটি তার একটি প্রতিফলন।

এই পাল্টা শুল্কারোপ কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। কেবল কানাডা নয়, এই ধরনের বাণিজ্যিক উত্তেজনা আরও দেশের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

৭ এপ্রিল গাজার গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের হরতালের আহ্বান

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): গাজা থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে যেখানে ৭ এপ্রিল ২০২৫ তারিখে সারা বিশ্বের মুসলমানদের জন্য

মালয়েশিয়ায় তিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ বাংলাদেশি শ্রমিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি সুঙ্গাই বুলোহ

ট্রাম্পের শুল্কের প্রভাবে ২০৮ বিলিয়ন ডলার খুইয়েছেন বিলিয়নিয়াররা

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রকে ‘অর্থনৈতিক স্বাধীনতা’ এনে দিতে বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্কের খড়্গ চাপিয়েছেন, তার ধাক্কা সামলাতে হচ্ছে বিলিয়নিয়ারদেরও। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: ইসরাইল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরুর পর থেকে গাজায় প্রতিদিন অন্তত ১০০ শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের

Scroll to Top