দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
এবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করলো প্রতিবেশী কানাডা। গত ৩ এপ্রিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের পরদিনই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। নতুন এই শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপিত হবে। তবে, এই শুল্কের আওতায় আসবে না গাড়ির যন্ত্রাংশ এবং মেক্সিকো।
এই শুল্কারোপ আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত নয় এমন ২৫ দশমিক ৩ বিলিয়ন ডলার সমমূল্যের গাড়ির ওপর চাপানো হবে। এর পাশাপাশি, ওয়াশিংটনের ওপর পূর্বে আরোপিত শুল্কও বজায় থাকবে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “যুক্তরাষ্ট্র যেভাবে আমাদের ওপর শুল্কারোপ করেছে, ঠিক একইভাবে আমরা তাদের থেকে আমদানি করা যানবাহনের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করছি। তবে, আমদানিকৃত যন্ত্রাংশের ওপর এর কোনো প্রভাব পড়বে না।” তিনি আরও বলেন, “এই শুল্কারোপের শেষ দেখতে আমরা লড়াই চালিয়ে যাবো এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব।”
এছাড়া, কার্নি জানিয়ে দেন যে, কানাডা কখনই অন্য কোনো দেশের শুল্কারোপের আগ্রাসী পদক্ষেপে আত্মসমর্পণ করবে না। কানাডা যে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে চায়, এটি তার একটি প্রতিফলন।
এই পাল্টা শুল্কারোপ কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। কেবল কানাডা নয়, এই ধরনের বাণিজ্যিক উত্তেজনা আরও দেশের ওপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।