১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়া শেরপুর ভাইরাল হওয়া মিনি জাফলংয়ে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবু সাদাত ইকবাল (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু সাদাত ইকবাল বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকার বাসিন্দা। সে আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. ইকবাল হোসেন আরডিএ কলেজের শিক্ষক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।

সাদাতের নানা মোখলেসুর রহমান জানান ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুরে বেড়াতে আসে। আজ সকালে অন্য শিশুদের সাথে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে গোসল করতে যায়। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভেসে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদাতের মামা শাহিনুল ইসলাম নাইস জানান সাদাত সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনা ঘটে। সে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং স্রোতের সাথে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা দ্রুত ঘটনাস্থলে টিম যায় এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, কিন্তু ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনিয়ম ও দায়িত্বে গাফিলতির অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে পরীক্ষা কার্যক্রম থেকে

সিকিউরিটি গার্ড মিসবাহ মনে করে ভাড়াটে কিলাররা হত্যা করে আইনজীবী সুজনকে

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মিসবাহ নামে এক সিকিউরিটি গার্ড কে মনে করে মৌলভীবাজার জেলা আইনজীবী

গোমস্তাপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৩৮ জন

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বৃহস্পতিবার(১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । এরমধ্যে এসএসসিতে

গোমস্তাপুরে মরনোত্তর দাবির চেক বিতরণ

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জীবন বীমা কর্পোরেশনের ৩ লাখ ১৭ হাজার ৭০০ টাকার মরণোত্তর দাবির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) বেলা সাড়ে

Scroll to Top